কথা : জামিলুর রহমান
শিল্পি : অভিনন্দন ভট্টাচার্য্য্
সুর ও সঙ্গিত পরিচালক :
রবিন গাঙ্গুলী
প্রযোজনা : বাংলাদেশ জাতীয় বাহা’ই আধ্যাত্মিক পরিষদ।
শহীদের রক্তের বিন্দু দ্বারা
আমরা চলেছি ঝর্ণা ধারা
হারিয়ে যায়নি কখনো তারা
কুদ্দুস, মোল্লা হোসেন ও তাহেরা।
তাদের সাহসিকতা মুখের ভাষা
হৃদয়ের আশা ভালোবাসা
জেগে আছে বিশ্ব জোড়া
কুদ্দুস, মোল্লা হুসেন ও তাহেরা।
নিপিড়িত লান্ছিত হয়েছিল মন
শিহরিত হয়েছিল সারাটি ভুবন
ওদের সে দানে আমরা এখন
গাই ভালবেসে তাই
জেগে উঠা ঐক্যের গান।
তাদের সাহসিকতা মুখের ভাষা
হৃদয়ের আশা ভালোবাসা
জেগে আছে বিশ্ব জোড়া
কুদ্দুস, মোল্লা হুসেন ও তাহেরা।
স্বর্গ থেকে চেয়ে চেয়ে দেখ
মোদের লাগি আজ মিনতি রেখ
ধন্য যেন হতে পারি ওগো
সেবার পথে মোরা হয়ে আগুয়ান।
——————————
তাদের সাহসিকতা মুখের ভাষা
হৃদয়ের আশা ভালোবাসা
জেগে আছে বিশ্ব জোড়া
কুদ্দুস, মোল্লা হুসেন ও তাহেরা।