নওরোজ
-জামিলুর রহমান
শিল্পী: সুমনা চক্রবর্তী
সুরকার ও সঙ্গীত পরিচালক : রবীন গাঙ্গুলি
প্রযোজনা : বাংলাদেশ জাতীয় বাহা’ই আধ্যাত্মিক পরিষদ
এসেছে নওরোজ বসন্তেরই ক্ষণে
হাসি-খুশির ধারা সবারই মনে।
বিশ্ববাসী এসো আজ সবাই মিলে
মিলনের গান গাই সব জড়তা ভুলে।
আমরা সবাই মুক্ত সেনা
শিশু কিশোর সবুজ যারা
সামনে যাবো বিশ্ব গড়বো
বাহাউল্লাহর গানে গানে।
আমের ডালে বোল ধরেছে
উদাস হাওয়ায় সুর উঠেছে
গাছে গাছে সাজ লেগেছে
কোকিলের কুহু কুহু তানে।
জ্যোতির্ময়ের জ্যোতি যারা
বাহার পথে কর্মি তারা
এগিয়ে যাবো বিশ্ব গড়বো
তাকাবোনা পিছন পানে।
উপবাসের মহিমা শেষে
জগৎ জুড়ে গাইছে এসে
সকল বিভেদ ভূলে গিয়ে
একতার’ই গানে গানে।
নতুন পথের কর্মি যারা
ধন্য সবাই আজকে তারা
জেগেছে বাহাই বিশ্ব ভরা
বাহাউল্লাহর গানে গানে।