কথা : বাহা’ই পবিত্র লেখনী থেকে
শিল্পী : সায়ন্তী দাস
সুরকার ও সঙ্গিত পরিচালক: রবীন গাঙ্গুলি
প্রযোজনা : বাংলাদেশ জাতীয় বাহা’ই আধ্যাত্মিক পরিষদ
সকল ধর্মের লোকেদের সহিত
বন্ধুত্ব, সম্প্রীতির সহিত মিলিত হও।
যাহাতে তারা তোমাদের নিকট হতে
ঈশ্বরের মধুর সুরভি গ্রহণ করতে পারে।
মিলিত হও।
সতর্ক হও যেন লোকেদের
নির্বোধ মুর্খতার অগ্নিশিখা
তোমাদের পরাভূত না করে।
সতর্ক হও।
সমস্ত বস্তুই ঈশ্বর হতে আগমন করে,
ও তাহার নিকট প্রত্যাবর্তন করে,
তিনিই সকল বস্তুর উৎস ও
তাহাতে সকল বস্তুর সমাপ্তি ঘটে।