আমি যদি যেতে পারতাম

আমি যদি যেতে পারতাম
আব্দুল-বাহা’র পবিত্র লেখনী থেকে (ট্যাবলেট অব দি ডিভাইন প্ল্যান)
সুর ও শিল্পি : রবিন গাঙ্গুলী
প্রযোজনা : বাংলাদেশ জাতীয় বাহাই আধ্যাত্মিক পরিষদ।

আমি যদি যেতে পারতাম,
এমনকি পদব্রজে ও চরম দারিদ্রের মধ্যে,
সমস্ত অঞ্চলে, শহরে, গ্রামে,
পর্বতে, মরুভুমিতে ও মহাসাগরে।

ইয়া-বাহাউল আবহা ধ্বনি তুলিয়া
দৈবিক শিক্ষার উন্নতি সাধন করতাম।

হায়! আমি এসব করতে পারিনা,
কত গভীরভাবে আমি ইহার বিলাপ করি।
ঈশ্বর করুন, তোমরা ইহা সম্পাদন করবে।

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top